Ticker

6/recent/ticker-posts

EID- UL AZNHAR কোরবানি

 কোরবানি


মহম্মদ ঘোরী শাহ্‌


কোরবানীর তাগিদ সর্বদায় আসে। চলার পথে বিবেকে প্রতি মুহুর্তে পীড়িত করে কোরবানী দেবার জন্য। জানিনা কোন সাহসে বা আবেগে সেই তাগিদ এড়িয়ে চলি। এমনি করেই এসে যায় তিথি- কোরবানীর আনুষ্ঠানিকতা। উৎসের বিশুদ্ধতা বিবেচনা না করে হাটে পশু কেনার প্রতিযোগীতায় মেতে উঠি। পাড়াতে সুনাম চায়, এটা নয় ঐ পশুটা কিনতে হবে। যাক না দু- দশ হাজার টাকা বেশি।


প্রিয় বস্তুু কোরবানীর নির্দেশ আছে। আর  মানুষের কাছে অর্থই প্রিয়, আমিও ব্যতিক্রম নই। প্রভূর নিকট আমার ' উৎসর্গ ' কতটা গ্রহন যোগ্য হবে তা আমি ভাবিনা।


ভাবলে এটা স্পষ্ট, ইহজাগতিক জীবনে প্রত্যেকের প্রিয়বস্তুু লোভ, দুর্নীতি  স্বার্থপরতা, ইর্ষাকাতরতা ও হিংসাপ্রবনতা প্রভৃতি।  অথচ আমি হাতে তত ধারলো খঞ্জর তুলতে প্রয়াস করিনা, যা দিয়ে আমার এই প্রবৃত্তিগুলোর কোরবানী করি। আমার চোখের সামনে এই প্রবৃত্তিগুলোর ছটপট করে মরতে দেখিনি। যা মরে তা হল নিরীহ পশু, তখনও আমার অন্তরের পশুত্ব কর্কশস্বরে অট্টহাসি হাসে। আর দিগন্তের বিলাসী হাওয়া এসে আমাকে বলে, তুমি সফল উৎসর্গকারী(!)

Post a Comment

0 Comments