Ticker

6/recent/ticker-posts

ফুলপরী না রাক্ষসী?

 ফুলপরী না রাক্ষসী?


 


ফুলে ভরা মহুয়া তলায়

আমরা আছি প্রতিক্ষায়,

ফুলপরী আসবে

ফুলপরী আসবেই।


এমন সময়-

ফুলের মুখোশ পরে

রাক্ষসীটা এসে বলে,

সাবধান! রাক্ষসী আসছে।


 ফুলপরী? তুমিই যদি

বিকিয়ে দিচ্ছ তপবন,

গণ্ডি মেরে করছ একঘরে,

পকেট কেটে নিচ্ছ কেড়ে

সমস্ত বীজগুলো।


আমাদের অধিকারের বৃক্ষগুলো

কাটছো একে একে একে,

লুঠছ ফুল,লুঠছ ফল,

কাড়ছো ছায়া

ক্ষমতা বলে।



ফুলপরী! তুমিই যদি এমনতর

তবে রাক্ষসীটা কে?

সুজলা সুফলা ভারত

ছুটছে আজ মহেঞ্জোদারোতে। 

Post a Comment

0 Comments