শাসকের ব্যর্থতা আরো প্রকাশ হয়ে পড়ল। সরকার একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করে জনগনকে সন্ত্রত্ব করে তুলছে। এ সব হচ্ছে কর্পোরেটরদের সুবিধার জন্য। সিএএ, নয়া কৃষি আইন, অগ্নিপথ যোজনা
- সবই জনবিরোধী। আজ মানুষ শঙ্কিত হয়ে পথে নেমেছে। তারা এতটাই ভীত হয়ে পড়েছে যে সরকারের সম্পত্তি নষ্ট করতেও দ্বিধা করছেনা। সমগ্র ভারত এখন বিদ্রোহী রাষ্ট্রে পরিনত হয়েছে। এটা শাষকের ব্যর্থতা ছাড়া অন্য কিছু নয়।
0 Comments