Central Vista না কেন্দ্রীয় 'মৃত্যুদুর্গ'?
মহম্মদ ঘোরী শাহ
কেন্দ্রের ক্ষমতা বিজেপি নয়, যখন থেকে নরেন্দ্র দামোদর মোদী নামক ব্যাক্তিটি দখল করেছেন তখন থেকেই ভারতীয় জনগন অবাক হচ্ছে। এমন কিছু সিদ্ধান্ত তিনি গ্রহন করেছেন, যে গুলির মধ্যে বেশিরভাগই জনস্বার্থ বিষয়টি জনগনের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। নোট বাতিল ও এনআরসি বাদ দিয়েও যদি কৃষি আইন-২০২০ কে ধরা যায়, তবে জনস্বার্থের বিষয়টি স্পষ্ট হয়ে পড়ে। আর এখানেই একটা প্রশ্ন নগ্ন হয়ে পড়ে যে, মোদীর পিছেনে কে? Who is behind Modi?
মোদী সরকারের যাবতীয় গৃহীত পদক্ষেপ গুলো কার বা কাদের স্বার্থের জন্য গৃহীত? এই প্রশ্নের উত্তর অন্বেষণ করলেই প্রথম প্রশ্নের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। ব্যাঙ্ক ঋণ মুকুব ও কৃষি আইন -২০২০ -এই দুটি পদক্ষেপে কারা উপকৃত হবে? দেশের কৃষকরা? দেশের যুবসমাজ? কিম্বা মজদুর শ্রেণি? না! এরা নয়, দেশের কতিপয় কর্পোরেটর গোষ্ঠী। তাহলে মোদী পিছনে সেই বুর্জোয়া শ্রেনি যারা, যারা পরিপূর্ণ ভাবে মোদীকে নিয়ন্ত্রণ করছে। এটাই বাস্তব।
সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি মহা সংকট তৈরী করেছে। আক্রান্তের ও মৃত্যুর পরিসংখ্যান দেশবাসীর মনে ভীতির সঞ্চার করেছে। তারা ভাবছে হয়তো এবার তার পালা, বেড বা অক্সিজেনের অভাবে হয়তো তার দেহটাও সাদা পলিথিনের ব্যাগে বন্দি হয়ে গঙ্গার জলে ভাসতে পারে। কিন্তু তার মধ্যেই দিল্লীতে পুরোদমে কাজ চলছে সেন্ট্রাল ভিস্তা নামে কুড়ি হাজার কোটি টাকার প্রকল্পের। যেটা হবে ভারতের সংসদ ভবনের বিকল্প। আর এই প্রকল্পের বরাত পেয়েছে শাপুরজি পাহলানজি নামক একটি কর্পোরেট সংস্থা। এই মুহুর্তে এই প্রকল্পের সঙ্গে জনস্বার্থের সমীকরণটি আপনি কি ভাবে মেলাবেন? মানুষ যখন কর্মহীন, অভুক্ত, অক্সিজেনের অভাবে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে তখনই এই ঝাঁ-চকচকে অলিশান সংসদভবনের কি প্রয়োজন? - এ প্রশ্নটা মানুষের মনে নিশ্চয় আসছে। আসলে মোদী তাদের দ্বারাই নিয়ন্ত্রিত, তাই আজকের এই অতিমারীর দিনেও রাজকোষ তাদের জন্য তিনি খুলে দিয়েছেন।
এই প্রকল্পের বন্ধের দাবীতে ইতিহাসবিদ সোহেল হাশমি এবং প্রখ্যাত অনুবাদক অন্যা মালহোত্র দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের অাইনজীবী সিদ্ধার্থ লুথরা শুনানির সময় বলেছেন, এটি আসলে 'কেন্দ্রীয় মৃত্যুদুর্গ'। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 'কনসেনট্রেশান ক্যাম্প' নির্মান করেছিলেন। যে ক্যাম্পে মূত্যু হয়েছিল অগণিত মানুষের।
আমরা যদি এনআরসি কে পাশে রেখে সেন্ট্রাল ভিস্তার কথা চিন্তুা করি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে অদুর ভবিষ্যতে ভারতবর্ষের গনতন্ত্রের মৃত্যু ঘটতে পারে এই সেন্ট্রাল ভিস্তাতেই।
0 Comments