Ticker

6/recent/ticker-posts

ইস্রায়েলী আগ্রষণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ আমেরিকা ও ভারতে

 ইস্রায়েলী আগ্রষণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ আমেরিকা ও ভারতে

নিউজডেস্ক,বিশ্বদর্পণঃ সোমবার থেকে ইহুদিবাদী বাহিনী গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে। এতে এ পর্যন্ত ১৭৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৪৯টি শিশু এবং ২৯ জন নারী রয়েছেন। ইস্রায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে। এবং তারা নিজ সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে।


আমেরিকা বিক্ষোভঃ-








ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর ইসরাইলি বাহিনীর সামরিক আগ্রাসনের প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ  সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে গাজার ওপর ইহুদিবাদী সেনাদের আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।


ইসরাইলি বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং অন্য কয়েকটি শহরে।


ভারতের কাশ্মীরের বিক্ষোভ:-





ফিলিস্তিনিদের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানানোয় কাশ্মীরে তরুণ গ্রাফিতি শিল্পী মুদাসসির গুলসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শ্রীনগরের তরুণ মুদাসসির গুলের আঁকা গ্রাফিতি এরইমধ্যে সরিয়ে ফেলেছে ভারত সরকার।


তিনি সেখানে লিখেছিলেন- 'উই আর প্যালেস্টাইন'।


গ্রেপ্তারকৃত মধ্যে ধর্মীয় ব্যক্তিত্বও রয়েছেন যারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দোয়া করেছিলেন।


গ্রেপ্তারের বিষয়ে পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে ব্যবহার করে কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা যারা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের গভীর নজরদারিতে রেখেছে পুলিশ।’


বিবৃতিতে আরও বলা হয়, ‘জনগণের মর্মবেদনা বিষয়ে পুলিশ সংবেদনশীল। তবে অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।’


দখলদার ও বর্ণবাদী ইসরাইলের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে এবং ভারতে অস্ত্র সরবরাহ করে থাকে ইহুদিবাদী ইসরাইল। তাদের সরবরাহকৃত অস্ত্র কাশ্মীরে বিক্ষোভ দমনেও ব্যবহার করে থাকে ভারতীয় পুলিশ।


ভারতের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করেছে, ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং গ্রাফিতি একেছে।



Post a Comment

1 Comments

  1. The Biggest Casino Promos in the UK For 2021 - JTM Hub
    The biggest casino promotions 김제 출장마사지 in the UK for 2021 · 당진 출장샵 Betfair · Betfair · 남원 출장샵 Unibet · Paddy 용인 출장안마 Power · BetVictor · Coral. 통영 출장마사지

    ReplyDelete