গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪ লাখের বেশি,আগামী সপ্তাহে আরো বৃদ্ধি পাবে
নিউজডেস্ক,বিশ্বদর্পণঃভারতবর্ষ যেন একটা দুঃস্বপ্নের মধ্যদিয়ে অতিক্রম করছে। মৃত্যু যেন অল্প পিছন থেকে দ্রুতগতিতে ধাওয়া করছে। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে হা-হুতাশ হাহাকার। করোনার সংক্রমন বিদ্যুৎগতিতে বেড়ে চলছে। গত 24 ঘন্টায় 4 লাখ অতিক্রম করেছে।
করোনায় দ্বিতীয় পর্যায়ের সংক্রমন ব্যাপকতা এত বেশি নাজেহাল হয়ে পড়ছে জনগন এবং সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত 4 লাখ 1 হাজার 993 জন। যা পৃথিবীর মধ্যে একদিনে রেকর্ড সংক্রমণ। তবে আশার দিক হল এই, ঐ সময় সুস্থ হয়েছে 2 লাখ 99 হাজার 988 জন। এই মুহূর্তে সর্বমোট আক্রান্তের সংখ্যা1 কোটি 91 লক্ষ 969 জন এবং মৃত্যুর সংখ্যা 2 লক্ষ 11 হাজার 853। এ পর্যন্ত টিকাকরণ সম্পন্ন হয়েছে 15 কোটি 49 লক্ষ 89 হাজার 635 জনের। এখন সারা দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা 32.6 লাখেরও বেশি।
এদিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল হুশিয়ারী উচ্চারণ করেছেন যে, আগামী সপ্তাহেই সংক্রমণের গ্রাফ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। তাঁদের মতে, এখন ভারতে করোনা সংক্রমণ তীব্র গতিতে ছড়াচ্ছে। সরকার কতৃক গঠিত এই বিশেষজ্ঞ কমিটির প্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী 5-10 মে-র মধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা বিপদজনক জায়গায় পৌঁছে যাবে।
0 Comments