Ticker

6/recent/ticker-posts

মন কি বাত'এর অভয়ে দেশবাসী কতটা আশ্বস্ত?

 মন কি বাত'এর অভয়ে দেশবাসী কতটা আশ্বস্ত?


★করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তালাবাজানো ও বাতি নিভানোর আহ্বানে সাড়া দিয়ে ছিল দেশবাসী।

★সংক্রমণের দ্বিতীয় এবং মারাত্মক ভেরিয়েন্টের পর্যায় আছড়ে পড়বে,তার সতর্কতা বিশেষজ্ঞগন জানিয়ে ছিলেন।

★বর্তমান মৃত্যুর পরিসংখ্যানে বোঝাযায়, রাষ্ট্র একেবারে অপ্রস্তুত ছিল। দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পরেও প্রধানমন্ত্রী কোন প্রস্তুতি না নিয়ে বাংলা দখলে ব্যস্ত ছিলেন। এর পরেও মন কি বাতের ভরসা কতটা গ্রহন যোগ্য?


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেডিওতে ‘মন কী বাত’  বা মনের কথা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, ‘করোনা মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সেজন্য সহজে হেরে গেলে চলবে না। কোভিডের প্রথম ধাক্কা সফলভাবেই সামাল দিয়েছিল দেশ। সেজন্য দেশবাসীর আত্মবিশ্বাস বেড়েছিল। কিন্তু দ্বিতীয় ধাক্কা দেশকে কাঁপিয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছি আমি।’

‘করোনার বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় টিকাকরণ। ইতোমধ্যে দেশজুড়ে বিনামূল্যে টিকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলোকে বিনামূল্যে ভ্যাকসিন পাঠানো হয়েছে’ বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। 


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত দেশে ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন করোনা সংক্রমিত হয়েছেন। একইসময়ে ২ হাজার  ৭৬৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। 

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় মারা গেছেন, ১ লাখ ৯২ হাজার ৩১১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ১১০ জন। বর্তমানে হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা বেড়ে ২৬ লাখ ৮২ হাজার ৭৫১ জনে পৌঁছেছে। গতকাল (শনিবার) ওই সংখ্যা ছিল ২৫ লাখ ৫২ হাজার ৯৪০।    

ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ১৬০ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬৭৬ জনের মৃত্যু হয়েছে।   

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৮১ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১০ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে বর্তমানে ৮১ হাজার ৩৭৫ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।         

দেশে গত ৫ এপ্রিল প্রথমবারের মতো একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৫৫৮। কিন্তু ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন।

সুত্র-পার্সটুডে


Post a Comment

0 Comments