নিউজডেক্স,বিশ্বদর্পণ: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ চলছে। ২রা মে জয়ী দল ক্ষমতা দখল করে বিজয়োৎসব পালন করবে। সে উৎসব জনগনের জন্য কতটা সুফল বয়ে আনবে, তা যথেষ্ট সন্দেহের বিষয়। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু জনগণকে ভোট দেওয়া কথাটা মনে করিয়ে দিতে ভুলেন নি।
সারাদেশে এই সময় করোনা সংক্রমণের তীব্রতায় নাজে হাল। পরিস্থিতি যে কতটা গুরুতর তাদের বিভিন্ন শহরের শ্মশানের চিত্র ও হাসপাতাল প্রাঙ্গনে হাহাকার শুনলেই অনুমান করা যায়। প্রতিদিন মৃতের সংখ্যা তিন হাজারের উপরে চলেগেছে, সংক্রমণের সংখ্যা তিন লাখেরো অধিক। সর্বোপরি চিকিৎসা ব্যবস্থা প্রযোজনের তুলনায় নগন্য।
ভারতবর্ষে করোনা সংক্রমণের ব্যাপকতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর। বিশেষজ্ঞদের দাবী, প্রধানমন্ত্রী এই সংকটময় সময়ের সূচনায় যদি ভোট প্রচারে মেতে না থেকে করোনা মোকাবিলার প্রস্তুতি নিতেন, তাহলে পরিস্থিতি এতটা ভয়াবহ হত না। এই সময় তিনি প্রধানমন্ত্রী হিসাবে করণীয়গুলো পালন না করে বিজেপির শক্তি বৃদ্ধির খেলা মত্ত ছিলেন। এইসব লক্ষ্য করেই হয়তো অ্যক্টিভিস্ট অরুন্ধতী রয়, মন্তব্য করেছেন, 'আমরা মানবতার বিরুদ্ধে অপরাধের শাক্ষি হচ্ছি'।
সারা বিশ্ব যখন সর্বশক্তি দিয়ে কোভিড সংক্রমণকে নিয়ন্ত্রণে রেখেছে তখন ভারতে চলছে মৃত্যুর মিছিল। স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠতে পারে, এই পরিস্থিতির জন্য দায়ীকে? সম্মিলিত ভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা কাকে নিতে হত?
বস্তুতত গনতন্ত্রে সবই সম্ভব। নিয়মের সারণীর সিঁড়িতে যে কেহই উঠে সাংবিধানিক পদ দখল করতে পারেন। একই ভাবে যাঁর রাজনীতির উত্থান মানুষের মধ্যে বিভেদের বিষবাষ্প প্রবাহে পাল তুলে শুরু,যাঁর অতীত অসহিষ্ণু, নিপীড়ন ও মানুষের রক্ত দিয়ে শুরু তাঁর কাছে মানুষের জীবনের মূল্য কত টুকু? তিনি এতটাই ক্ষমতা পিপাসু দেশে আট বছরের শিশুকন্যা ধর্ষিত হলে ট্যুইট করতে ভুলে গেলেও, মৃত্যুর লাইনে দাঁড়িয়ে জনগনকে ভোট দেওয়ার কথা জানাতে ভুলেন নি।
0 Comments